লিভোফ্লাক্সাসিন ৫০০ মি.গ্রা. ট্যাবলেট এর ব্যবহার | Levofloxacin - Zero Drugs | Leading Online Medicine Index & Healthcare Portal

Zero Drugs | Leading Online Medicine Index & Healthcare Portal

ZERO DRUGS | Leading Online Medicine Index & Healthcare Portal. Diseases and Their Medicine, Uses, Dosage, Side Effects

লিভোফ্লাক্সাসিন ৫০০ মি.গ্রা. ট্যাবলেট এর ব্যবহার | Levofloxacin

Share This
উপাদান:-                                                                                                              VIEW IN ENGLISH

ট্যাবলেট : ‍প্রতি ট্যাবলেটে আছে ৫০০ মি.গ্রা. লিভোফ্লাক্সাসিন হেমিহাইড্রেড।
 
রোগ নির্দেশনা:- 
টাইফয়েড জ্বর
শ্বাসতন্ত্রের সংক্রমণ
মুত্রনালীর সংক্রমণ, গনোরিয়া
ত্বকের সংক্রমণ
অষ্টিওমাইলাইটিস ইত্যাদি। 

গ্রহণ মাত্রা ও ব্যবহার বিধি:-  
৫০০/ ২৫০/ ৭৫০ মি.গ্রা. ট্যাবলেট ১২-২৪ ঘন্টা অন্তর ৭-১০ দিন। খাবার পর। সিরাপ ১২৫ মি.গ্রা. / প্রতি ৫ মি.লি।

সতর্কতা ও যে সকল ক্ষেত্রে ব্যবহার যাবেনা:- 
গর্ভবতী এবং স্তন্যদায়ী মাতা, মৃগীরোগী। বাড়ন্ত বাচ্চাদের ক্ষেত্রে ( যদি খুব প্রয়োজন না হয়)। অধিক পরিমাণে পানি খেতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া :-
বমি
মাথাঘোরা
পেট ব্যথা
মাথা ঝিমঝিম করা
অস্থিরতা
গা চুলকানো
দৃষ্টি বিভ্রম
মাংশ ও অস্থিসন্ধিতে ব্যথা
র‌্যাশ হওয়া ইত্যাদি।
গর্ভবতিদের দেওয়া নিষেধ

সাবধানতা:-
(১) প্রদান/ব্যবহারের পূ্র্বে ঔষধের মেয়াদ দেখে নিতে হবে।
(২) ঔষধ দেবার আগে রোগীকে জিজ্ঞাসা করূন এর আগে এ ধরণের ঔষধ খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন তাহলে কোন ধরণের এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা।
(৩) এটি একটি এন্টিবায়োটিক ঔষধ। কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।

মন্তব্য:-
(১) পার্শ্বপ্রতিক্রিয়া গুলো সাময়িক, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
(২) অবস্থার উন্নতি না হলে রোগীকে রেফার করে নিতে হবে।

No comments:

Post a Comment

if you have any doudts.please let me know

Post Bottom Ad

Pages